ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পঞ্চগড়ে ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

আরটিভি নিউজ

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১২:২৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এদিকে আশ্বিনের মাঝামাঝিতে টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে শীতের আমেজ শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

বিজ্ঞাপন

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ বৃষ্টিপাতের রেকর্ড করেছে জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ গণমাধ্যমকে বলেন, গত চার দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। শনিবার সকালে গত ২৪ ঘণ্টায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গতকাল শুক্রবার সকালে গত ২৪ ঘণ্টায় রেকর্ড হয়েছিল ১৭৩.৫ মিলিমিটার। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |