ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ঘুমের মধ্যেই কৃষককে ছোবল দিল বিষধর সাপ, এরপর যা হলো

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২০ অক্টোবর ২০২৪ , ০৮:২৩ এএম


loading/img
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার লাহুড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কুটি মিয়া মোল্যা (৫৩) লাহুড়িয়া পশ্চিমপাড়ার মৃত তেজন মোল্যার ছেলে। 

বিজ্ঞাপন

জানা গেছে, কুটি মিয়া মোল্যা পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে ঘুমের মধ্যে তাকে বিষধর সাপে কামড় দিলে তিনি ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

এরপর শনিবার ভোরে গুরুতর অসুস্থ অবস্থায় কুটি মিয়ার স্বজনরা তাকে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |