ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সুনামগঞ্জ থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ

আরটিভি নিউজ

বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ , ০৯:৩৮ এএম


loading/img
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এলাকায় এডমিরাল এম এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। এ করণে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন তারা। 

বিজ্ঞাপন

বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে সুনামগঞ্জে দূরপাল্লার সব যান চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজী এলাকায় এম এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় হচ্ছে। ছাত্র-জনতার দাবির মুখে ৫ আগস্ট সরকার পতনের পর টোল আদায় বন্ধ হয়। 

তবে কিছুদিন টোল আদায় বন্ধ থাকার পর সম্প্রতি আবারও টোল আদায় চালু হওয়ায় সিলেট বিভাগীয় কমিশনারকে বিষয়টি অবগত করা হয়। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় এ কর্মবিরতির ডাক দেন গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

এ বিষয়ে জেলা বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, টোল আদায় বন্ধ না হওয়া পর্যন্ত সুনামগঞ্জের সড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করবে না।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |