• ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১
logo

মেহেরপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান, ৩ অস্ত্র ব্যবসায়ী আটক

আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২৪, ১২:১৮
মেহেরপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান, ৩ অস্ত্র ব্যবসায়ী আটক
ছবি : সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দায়িরয়াপুর গ্রাম থেকে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি নাইন এমএম পিস্তল।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দারিয়াপুর গ্রামের মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭), কাউছার আলীর ছেলে এনামুল হক (২৮) এবং মিন্টু শেখের ছেলে সাইফুল ইসলাম (২৬)।

জানা যায়, অস্ত্র ব্যবসার গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল কয়েকজন অস্ত্র ব্যবসায়ীকে মঙ্গলবার আটক করে। মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার তুফানের ছেলে আলিফের কাছে তারা অস্ত্র বিক্রি করেছে বলে স্বীকারোক্তি দেয়। এরই পরিপ্রেক্ষিতে ওই তিনজনকে নিয়ে বুধবার ভোরে স্টেডিয়াম পাড়ায় অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। অভিযানে আালিফের সন্ধান না মিললেও অস্ত্রের সন্ধান মেলে। বাবলু নামের এক ব্যক্তির বাড়ির পাশে মাটির নিচে তারা অস্ত্রটি পুতে রেখেছিল। সেখানে মাটি খুঁড়ে পলিথিন মোড়ানো অবস্থায় একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করতে সক্ষম হন যৌথ বাহিনীর সদস্যরা।

উদ্ধার হওয়া অত্যাধুনিক নাইন এমএম পিস্তলটি ইতালির তৈরি বলে জানা গেছে।

আটক তিনজনের নামে অস্ত্র মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার
মেহেরপুরে হলুদের মধ্যে মিলল চক পাউডার 
বোন-ভাবিকে কুপিয়ে হত্যা, ২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার 
বজ্রপাতে মেহেরপুরে দুইজনের মৃত্যু