• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাস খাদে, অতঃপর...

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২৪, ১১:০৭
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকায় বাসের ধাক্কায় মো. আলমগীর (৩৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় বাসটিও সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ বাসযাত্রী আহত হন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া ছাদেক মোহাম্মদ পাড়ার আবুল কাশেমের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রী। আহত বাসযাত্রীদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আলমগীর বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে যাত্রীবাহী একটি সৌদিয়া বাস কক্সবাজার দিকে যাচ্ছিল। আলমগীরকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উখিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ২
নওগাঁয় বাস উল্টে স্বাস্থ্যকর্মীসহ নিহত ২ 
রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর