• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিএনপি নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ১    

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ১৫:৫০
ছবি: সংগৃহীত

বাগেরহাটে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা সজিব তরফদার হত্যা মামলায় আবু বক্কার শিকদার (৫৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। এর আগে, শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু বক্কার সদরের কাড়াপাড়া গ্রামের সোবহান শিকদারের ছেলে। আবু বক্কারের কাছ থেকে দুটি অস্ত্র ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানান, সজীবকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় ৪ জন অংশগ্রহণ করে। তার মধ্যে আবু বক্কার অন্যতম। বাকি মাস্টারমাইন্ডসহ তিনজনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাবে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কার শিকদার হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। সরাসরি কিলিং মিশনে ৪ জন অংশগ্রহণ করেছিল। ৩ লাখ টাকা চুক্তিতে আবু বক্কার শিকদার ও তার সহযোগী এই কিলিং মিশনে অংশ নেয়। হত্যার পরিকল্পনাকারী ও সরাসরি হত্যার সঙ্গে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। খুব দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুপুরে সদরের মির্জাপুর এলাকায় সজীবকে প্রথমে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার ৪ দিন পর সজীবের স্ত্রী নাইমা ফারহানা বাদী হয়ে বাগেরহাট সদর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮ জনকে আসামি করে মামলা করে।

আরটিভি/এফআই/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের সব সংকট সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন: তারেক রহমান
বিএনপি বন্ধু চায়, প্রভু নয়: মির্জা ফখরুল
বিএনপির সংস্কার প্রস্তাবে যা যা থাকছে
বিএনপি এককভাবে সরকার গঠন করতে চায় না: মির্জা ফখরুল