• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

দোষ হাসিনার না, দোষ খালেদার না: রোবায়েত ফেরদৌস

আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ২৩:৩৬
রোবায়েত ফেরদৌস
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেছেন, দোষ হাসিনার না, দোষ খালেদার না। যেই সংবিধান আর রাষ্ট্র কাঠামো বানিয়েছি, তার স্ট্র্যাকচারটাই হচ্ছে স্বৈরাচারে পরিণত করা। তাই ক্ষমতাকে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করা যায় সেটি ভাবতে হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জে আয়োজিত সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, সাংবাদিকতার বইয়ের প্রথম লাইন হচ্ছে ‘পৃথিবীর প্রত্যেকটা সরকার মিথ্যা বলে, প্রত্যেকটা সরকার তথ্য লুকাতে চায়।’ সাংবাদিকের কাজ হচ্ছে সত্য তুলে এনে প্রকাশ করে। কিন্তু বিগত সময়ে স্বাধীন সাংবাদিকতা দেখিনি। সাংবাদিকতাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন আমাদের সম্পাদকরা।

বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জে একটা মাফিয়া তৈরি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, শামীম ওসমান এটা কন্ট্রোল করতেন। পুরো দেশে এমন ছোট-ছোট মাফিয়া তৈরি হয়েছিল। বাংলাদেশ সব মানুষের দেশ হয়নি। হয়েছে লুটেরা ভূমিদস্যু, পাচারকারী, সালমান এফ রহমান, শামীম ওসমান, বেনজীর, মতিউরের রাষ্ট্র হয়েছে। আমার-আপনার রাষ্ট্র হয়নি। জনগণের রাষ্ট্র তৈরি করতে হবে।

রোবায়েত ফেরদৌস বলেন, সংবিধান সংস্কার করতে হবে এবং এর সমালোচনাও করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক ও আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী নুরুদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েল।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উঁকিঝুঁকি যারাই মারবেন বিপদে পড়বেন, জামায়াত নেতার হুঁশিয়ারি
নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানালেন উপদেষ্টা নাহিদ
কুবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন