ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ , ০৩:৫৭ পিএম


loading/img
ছবি : আরটিভি

জয়পুরহাট সদর উপজেলার বুজরুক গ্রামের বাঁশঝাড় থেকে নুর আলম নামে (২৩) এক যুবকের ঝুলন্ত মরদেহ থেকে উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বুজরুক গ্রামের একটি কবরস্থানের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত নুর আলম বুজরুক গ্রামের এবন মন্ডলের ছেলে। 

বিজ্ঞাপন

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর থেকে তিনি বাসা থেকে চলে যান। তারপর থেকে তিনি আর বাসায় ফিরে আসেননি। বুধবার সকালের দিকে বুজরুক গ্রামেরই এক বৃদ্ধ মহিলা বাঁশঝাড়ে পাতা কুড়াতে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের ডেকে নিয়ে যান। প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। 

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, আমরা বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |