ভারতে পালিয়ে স্বৈরাচার হাসিনা গভীর ষড়যন্ত্রে মেতেছেন: সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছে। তিনি আগে বলতেন, বিরোধীদল বিদেশের দিকে তাকিয়ে আছে। এখন তনি সবার হাত পা ধরছেন। কিন্তু দেশের মানুষ আর কখনও ফ্যাসিস্ট শাসনে ফিরে যেতে চাই না।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণসংলাপে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলার পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে জোনায়েদ সাকি বলেন, দেশে গণতন্ত্র কায়েম করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন করে সংবিধানের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে নির্বাচন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, রংপুরের বীর সন্তান আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ১৬ বছরের ভয় ও ত্রাসের রাজত্ব ভেঙে দিয়েছে। মানুষকে উপহার দিয়েছে মুক্ত একটি দেশ। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
সাকি বলেন, দেশে রাজনৈতিক শক্তি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে। এ ছাড়াও ছাত্র-জনতার অভ্যুত্থান যাতে বেহাত না হয়, এজন্য সকলকে ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের এই নেতা।
‘পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই’ এই স্লোগানে সংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখা। সংগঠনটির বিভাগের আট জেলার নেতাকর্মীরা এতে অংশ নেন।
সংলাপে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ কৃষক মজুর সংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আন্দোলনের রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান প্রমুখ।
আরটিভি/এমকে/এস
মন্তব্য করুন