• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডিআইজি আলমগীর

আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫২
দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডিআইজি আলমগীর
ছবি: সংগৃহীত

দেশের ক্রান্তিলগ্নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে নওগাঁ পুলিশ লাইন্স মাঠে সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই এক হয়ে পুলিশকে সহযোগিতা করলে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণ হবে। ৫ আগস্টের আগে যে সিস্টেম চলে এসেছে সেটি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়।

ডিআইজি আলমগীর বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা ফিরে এসেছে সেটি ধরে রাখতে হবে। নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, এ রেঞ্জের পুলিশ সদস্যদের আর ভয়ের কারণ নেই। পুলিশ আগের মতোই আছে। পুলিশ আর ভীত নয়। এখানে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সেনাবাহিনীর পোশাক আলাদা হলেও দেশের স্বার্থে আমরা এক হয়ে কাজ করছি। কাজের ধরণে পরিবর্তন আনতে পারলে জনগণ পুলিশকে সবসময়ই সহযোগিতা করবে।

এর আগে জেলা বিএনপির আহ্বায়ক তার বক্তব্যে সন্ত্রাসী ও চাঁদাবাজিতে জড়িতরা যেই দলেরই হোক না কেন সেটি বিবেচনায় না নিয়ে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নওগাঁ পুলিশ সুপার কুতুব উদ্দিনের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব, সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁ সীমান্তে ৬ মহিষসহ চোরাকারবারি আটক
নওগাঁয় শিক্ষার্থী হত্যা, আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
নওগাঁয় হত্যা ও ডাকাতি মামলার ২ আসামি গ্রেপ্তার
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রকাশ্যে কুপিয়ে হত্যা