• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ঘরামী (৪৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের বনফুল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ঘরামী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের মোমেন উদ্দীন ঘরামীর ছেলে। এ সময় মোটরসাইকেলে থাকা আশরাফুলের ভাইয়ের ছেলে রনি ঘরামী (১২) গুরুতর আহত হন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, ঢাকা থেকে খুলনাগামী পর্যটক পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছে একই দিক থেকে যাওয়া একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আশরাফুল ঘরামী নিহত হন। মোটরসাইকেলে থাকা তার ভাইয়ের ছেলেকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে বলে জানান ওসি।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপকূলবাসী সুপেয় পানি সংকটের স্থায়ী সমাধান চায়
ধানবোঝাই ট্রলি ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলচালক নিহত
সোনারগাঁয়ে কাভার্ডভ্যানচাপায় অটোরিকশা চালক নিহত
তদারকির অভাবে অধিকাংশ পিএসএফ অকেজো, পুকুরের পানিই ভরসা