• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

উল্লাপাড়ায় বেগম রোকেয়া দিবসে জয়িতা সংবর্ধনা পেলেন ৫ নারী

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:৩৮
উল্লাপাড়ায় বেগম রোকেয়া দিবসে জয়িতা সংবর্ধনা পেলেন ৫ নারী
ছবি : আরটিভি

‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

মহিলা বিষয়ক কর্মকতা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আজাদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক শাহজাহান আলী, কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা আতাউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে রোকেয়া দিবসে পাঁচ নারী জয়িতা সম্মাননা পেয়েছেন। পাঁচ ক্যাটাগরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সম্মাননা পাওয়া পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলার ঝিকিড়া গ্রামের বাসিন্দা আসমা খাতুন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বড়হর ইউনিয়নের কালিগঞ্জের বাসিন্দা খালেদা সুলতানা, সফল জননী নারী চকচৌবিলা গ্রামের সোহাগী রাণী শীক, নির্যাতনের বিভীষিকা মুছে ফলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী ঝিকিড়া গ্রামের নুরুন্নাহার পারভীন, সামাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ি গ্রামের ছাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান করা হয়।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে ধরা যুবক
জয়দেবপুরে সিরাজগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত
সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড