• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি, নিউজ

  ১১ ডিসেম্বর ২০২৪, ১০:১৫
ছবি : আরটিভি

লক্ষ্মীপুরে আল মদিনা নামের একটি বাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই আবুল কালাম নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (১১ ডিসেম্বর) আনুমানিক ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকার গ্রীণ লীফ সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় থাকা আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত কালাম পেশায় রং মিস্ত্রি। সে পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে। অন্য আহতরা হলেন জেলার সাহাপুর গ্রামের বাসিন্দা নাইম (২৪) ও নোয়াখালীর কবির হাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০)। আরেকজন আহতের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোর রাত ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী আল-মদিনা পরিবহন নামের একটি বাস গ্যাস নিতে গ্রীণ লীফ গ্যাস স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলিন্ডারে গ্যাস দেয়ার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ৩ জন। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা জানান, আল মদিনা নামের ওই বাসটি শহরের ঝুমুর এলাকায় রং এর কাজ শেষে ওই ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। এ সময় রং মিস্ত্রি আবুল কালামও ফিলিং স্টেশনে আসেন বাসের সঙ্গে। সেখানেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে হয়ে মারা যান তিনি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

গ্রীণ লীফ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন বলেন, বাসটির সিলিন্ডার ত্রুটিযুক্ত ছিল তাই বিস্ফোরণ ঘটেছে। এতে একজন ঘটনাস্থলে নিহত ও ৩ জন আহত হয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাম (ওসি) আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগেও একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেটির মামলা চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অপর একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ও ৯ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আরটিভি/এমএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিস্ফোরণে উড়ে গেল শিশুর হাতের কব্জি, অতঃপর...
মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, টেকনাফে আতঙ্ক
লক্ষ্মীপুরে আন্দোলনে গুলি চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার 
লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা