• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টির মতো ঝরছে শিশির

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯
ছবি: আরটিভি

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনপদ নওগাঁয় শীতের তীব্রতা বেড়েছে। তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমেছে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির মতো ঝরছে শিশির।

বুধবার (১১ ডিসেম্বর) জেলার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সকালে জেলা শহরের বিভিন্ন এলাকায় দেখা যায়, ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। এদিকে হিমেল বাতাসের সঙ্গে কুয়াশার দাপট বাড়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। চারদিক কুয়াশায় ঢেকে আছে। রাস্তায় মানুষের চলাচল একদম কম।

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টার ব্যবধানে নওগাঁয় তাপমাত্রা কমেছে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টা ও ৯টায় বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা আজকের দিনে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

আগের দিন মঙ্গলবার (১০ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত শনিবার নওগাঁর বদলগাছীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মিজানুর রহমান বলেন, গতকালের চেয়ে আজকে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশার সঙ্গে হালকা বাতাস বইছে। এ কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। মঙ্গলবার বিকেল ৩টায় বদলগাছীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার বিকেল ৩টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ১৭ ঘণ্টায় গড় তাপমাত্রা ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসছে। সূর্যের দেখা না মেলায় রাতের পাশাপাশি দিনেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। আকাশে মেঘ কেটে গেলে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

হঠাৎ ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বাড়ায় নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন। রোদ না ওঠায় শহরে মানুষের আনাগোনাও কমেছে। যারা বের হয়েছেন, তারা মোটা ও গরম কাপড় জড়িয়ে বাইরে এসেছেন।

আরটিভি/এমএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১
দিনাজপুরে দিনের বেশির ভাগ সময় মিলছে না সূর্যের দেখা, তাপমাত্রা ১৩ ডিগ্রি
নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
সাগরে লঘুচাপ, সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়