• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বাঘারপাড়ায় আ.লীগের ৩০৮ নেতাকর্মীর নামে মামলা

আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:১৭
ফাইল ছবি।

যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের ৩০৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছেন বিএনপির এক নেতা। এই মামলার পাঁচ আসামিকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে মামলাটি করেন।

আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় অভিযোগ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাঘারপাড়ার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিম রাজা বাদশা, তানসেন, কবির ও জহির।

মামলার আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রশীদ স্বপন, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী, সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, বন্দবিলা ইউনিয়নের খাজুরা বাজারের ব্যবসায়ী, স্থানীয় আওয়ামী লীগ নেতা লেন্টু রায়, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকুসহ ৩০৮ জন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৩০ মিনিটে বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসূচি থাকায় বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও কৃষকদলের ১২০ থেকে ১৫০ জন নেতাকর্মী বিএনপির পদযাত্রায় অংশগ্রহণের জন্য বন্দবিলা ইউনিয়নের ভাটার আমতলায় পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতে দেশীয় অস্ত্র সস্ত্র, লাঠি, হকিস্টিক, ছুরি, চাপাতি, রামদা নিয়ে পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা রক্তাক্ত জখম হন। ঘটনার সময় আসামিরা ৫ থেকে ৭টি ককটেল বিস্ফোরণ ঘটায়। মামলার আসামিরা জহুরপুর, বন্দবিলা ও রায়পুর ইউনিয়নের বাসিন্দা।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম গণমাধ্যমকে বলেন, মামলায় ৩০৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩৫০ থেকে ৪০০ জন আসামি করা হয়েছে। এর মধ্যে এ মামলায় এজাহারভুক্ত পাঁচ জন রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সেলিম রেজা বাদশা, তানসেন, কবির ও জহিরকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ববির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি
সাদপন্থীদের আ.লীগের দোসর আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের
আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে ‘যমুনা’ অভিমুখে গণপদযাত্রা: ইয়ামিন মোল্লা
ইজতেমার মাঠে সংঘর্ষের ঘটনায় ২৯ জনকে আসামি করে মামলা