• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

ফরিদগঞ্জে বিএনপির জনসভা

স্টাফ রির্পোটার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৮
ছবি : আরটিভি

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজে বিনির্মাণে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির জনসভা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ রূপসা আহাম্মদিয়া উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান।

তিনি বলেন, আগামী নির্বাচন কঠিনতর নির্বাচন হবে। তাই আপনারা বিএনপির ৩১ দফা নিয়ে প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে বিএনপি তথা ধানের শীষের কথা বলুন। তাদের সুখ-দুঃখের কথা জানুন। বিগত ১৭ বছর জনগণ ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেননি। এখন তারা মুখিয়ে রয়েছে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে জাতীয় সংসদে পাঠাবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার এ দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু তাদের ষড়যন্ত্র বিতাড়িত হয় নাই। এখনো ভারতে বসে ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা প্রমুখ।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির এক নেতা বহিষ্কার, দুজনকে শোকজ
সিরাজগঞ্জে বিএনপির কর্মী খুন, ২৯ জনের নামে মামলা 
জনগণই ঠিক করবে দেশ পরিচালনা কে করবে: গয়েশ্বর
১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে যা বললেন নজরুল ইসলাম