আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দিতে হবে: জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জনগণের শক্তিকে পাহারা দিতে হবে। না দিলেই জনগণের হাত থেকে ক্ষমতা বেহাত হয়ে যাবে। সেই সঙ্গে আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দিতে হবে। সেটা সম্ভব হবে জনগণের শক্তির ভেতর দিয়েই।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউনহল প্রাঙ্গণের মুক্তমঞ্চে গণসংহতি আন্দোলন ময়মনসিংহের আয়োজনে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, শেখ হাসিনা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে দুঃশাসন কায়েম করেছে সেই ব্যবস্থা এখনো বহাল তবিয়তেই রয়েছে। সংবিধানে লেখা থাকলেও ৫৩ বছরে জনগণ ক্ষমতার কেন্দ্রে থাকতে পারেনি। কারণ বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী বন্দোবস্ত। এর মধ্য দিয়ে যারাই ক্ষমতায় যায় তারাই ক্ষমতা ব্যবহার করে ফ্যাসিবাদ-কর্তৃত্ববাদ কায়েম করে। তার সর্বোচ্চটা শেখ হাসিনা দেখিয়ে দিয়ে গেছে। কাজেই সেই ব্যবস্থার বদল ঘটাতে হবে।
গণসংহতি আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজীবের সভাপতিত্বে ও সদস্য সচিব এ আর এম মুসাদ্দিক আসিফের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশিদ নিলু, মনির উদ্দিন পাপ্পু, জাতীয় পরিষদের সদস্য শামসুল আলম ও অমিত হাসান দিপু, সম্মিলিত পেশাজীবী সংহতির আহ্বায়ক মির্জা নাজমুল হুদা, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদসহ প্রমুখ।
আরটিভি/এএএ
মন্তব্য করুন