আরটিভিতে সংবাদ প্রকাশ, নবজাতক ও তার মায়ের খোঁজ নিলেন ওসি
গাজীপুরে নবজাতককে জিম্মি করে ভাড়াটিয়ার কাছ থেকে টাকা দাবির ঘটনায় ওই নবজাতককে উদ্ধারের বিষয়টি আরটিভির অনলাইন পোর্টালে ‘ইটভাটার শ্রমিকের নবজাতককে জিম্মি করে অর্থ আদায়’ শিরোনামে প্রকাশের পর নবজাতকের মা ও তার বাবাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। এ সময় তিনি নবজাতককে শীতবস্ত্র ও তার পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ওসি মির্জাপুর ইউনিয়নের ভাওয়াল মির্জাপুর গ্রামের ইটভাটায় গিয়ে নবজাতকের মা-বাবার সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি নবজাতকের সুরক্ষা ও পরিবারের সার্বিক কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ বিষয়ে ওসি আব্দুল হালিম বলেন, নবজাতককে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা সন্তুষ্ট। শিশুটির মা-বাবাকে সহযোগিতা করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের মানবিক সহায়তা এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করা হবে।
এ সময় ওসি নবজাতককে শীতবস্ত্র উপহার দেন। তিনি পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
ইটভাটা শ্রমিক নূর ইসলাম ও রুমা আক্তার দম্পত্তি ওসির এমন উদ্যোগে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পুলিশ আমাদের নবজাতক সন্তানকে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে এবং খাবারসহ শীতবস্ত্র নিয়ে এসেছে। ওসি সাহেব আমাদের খোঁজখবর নিয়ে ভবিষ্যতেও সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা ওসির এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং থানার প্রত্যেক পুলিশ সদস্যের মাঝে যেন এমন মানবিক চিন্তাভাবনা থাকে সে প্রত্যাশা করি।
স্থানীয়রা ওসির এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগে পুলিশের প্রতি সমাজের সাধারণ ও নির্যাতিত মানুষের আস্থা বাড়বে। এটি অত্যন্ত প্রশংসনীয় কাজ।
প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর (পূর্বপাড়া) গ্রামে বাড়িওয়ালা তার ভাড়াটিয়া ইটভাটা শ্রমিক দম্পতি নূর ইসলাম ও রুমা আক্তারের নবজাতককে জিম্মি করে দেড় লাখ টাকা দাবি করেছিলেন। এ খবর পেয়ে পুলিশ ওই নবজাতককে উদ্ধার করে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেয়। ঘটনার পর থেকে বাড়িওয়ালা নাছিমা বেগম পলাতক রয়েছেন।
আরটিভি/এমকে
মন্তব্য করুন