ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

নড়াইল প্রতিনিধি

শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ , ১১:৪০ এএম


loading/img

নড়াইলের লোহাগড়ায় উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো.ইমানুর উদ্দিন (৪০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

নিহত মো. ইমানুর উদ্দিন উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মো.ফায়েক উদ্দিনের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে উপজেলার লাহুড়িয়া থেকে দুইজনকে নিয়ে মোটরসাইকেল যোগে লোহাগড়ায় দিকে যাচ্ছিলেন চালক মো.ইমানুর উদ্দিন। প্রতিমধ্যে বাতাসি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলচালক ইয়ানুর পড়ে রায় এবং ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |