• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

গরু-বাছুর নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩০
গরু-বাছুর নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
ছবি : সংগৃহীত

বান্দরবানের আলীকদমে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) আলিকদমের নয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দীন।

নিহত ওই যুবকের নাম নুরুল আবছার মামুন। তার বড় ভাইয়ের নাম মোহাম্মদ মুসা।

বান্দরবানের আলীকদমে নয়াপাড়া এলাকায় গরুর বাছুরকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হন। তাদের বাবার নাম মৃত আনোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজের পালিত একটি গরুর বাছুরকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই মো. মুসা ছোট ভাই মামুনের কানে দাঁত দিয়ে কাঁমড় দেন এবং মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে কান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে এ সময় বড় ভাই মুসা ছোট ভাইকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। পরে কক্সবাজার নিয়ে যাওয়ার সময় পথে মারা যান তিনি।

এ বিষয়ে আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দীন বলেন, ‘নয়াপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে ঝগড়া ও হাতাহাতি থেকে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লামায় বসতঘরে আগুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
বড়দিনের আগের রাতে লামায় আগুনে ১৭ বসতঘর পুড়ে ছাই
বান্দরবান-রুমার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত