• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে

জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ), আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৪৭
১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে
ছবি : সংগৃহীত

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটকের পর এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পরে এই মামলায় রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজদানী ও আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

এর আগে, দুপুর ২টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে যৌথ বাহিনী।

এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজদানী বলেন, তাকে আটকের পরে সিরাজগঞ্জে নেওয়া হয়। তারপর তাকে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার সমৃদ্ধ (এজাহার নামীয় নয়) আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ওই মামলার তদন্ত কর্মকর্তা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। এরপর তাকে সন্ধ্যার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, তাকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদালতে প্রেরণ করা হয়। এরপর আমরা তাকে সংশ্লিষ্ট আদালতে নিলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটে। এ হত্যার ঘটনায় থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই হামলায় এনায়েতপুর থানায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁদ, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ভূঁইয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ থেকে ৬ হাজার জনকে আসামি করা হয়। মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এজাহার নামীয় আসামি না হলেও সমৃদ্ধ আসামি বলে জানিয়েছেন এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয় গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
জুলাই অভ্যুত্থানে আহতদের ১০০ জন পাচ্ছেন পুলিশে চাকরি
সাবেক ডেপুটি স্পিকার টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ
বিচার ব্যবস্থা অ্যানালগ না হলে কারাগারে বসেই হাজিরা দিতে পারতেন