নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, পাশেই পড়ে ছিল রক্তমাখা ছুরি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পূর্বাচল ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী গণমাধ্যমকে বলেন, সোমবার সকাল ৮টার দিকে পূর্বাচল উপশহর ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো এলাকার গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেন। পরে পুলিশ নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে গলাকাটায় ব্যবহৃত দুটি ছুরি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, ছুরি দুটি নারীর গলা কাটায় ব্যবহৃত হয়েছে। তবে এখনও মরদেহের নাম-পরিচয় জানা যায়নি।
রূপগঞ্জ থানার ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।
আরটিভি/আইএম
মন্তব্য করুন