• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

৪ দিন ধরে নিখোঁজ শিশুর মরদেহ মিলল নদীতে

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৫, ২১:৫৫
৪ দিন ধরে নিখোঁজ শিশুর মরদেহ মিলল নদীতে
ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে গত ৪দিন ধরে নিখোঁজ হওয়া শিশু মো. আবু তালহার (৪) মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে দাউদখালী নদীর সগুনা দক্ষিণ পাড়া এলাকায় মো. আজিজ শেখের জাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু আবু তালহা রামপাল উপজেলার পার গোবিন্দপুর এলাকার মো. তারেক শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ ধরার জালে একটি বাচ্চার মরদেহ পাওয়া যায়। পরবর্তীতে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিখোঁজ হওয়া তালহার পরিবারকে জানায়, তারা এসে উদ্ধার হওয়া মরদেহটি তালহার বলে শনাক্ত করে। শিশুটি গত চারদিন আগে তার বাড়ি থেকে ফয়লা বাজারে আসতে গিয়ে পথিমধ্যে হারিয়ে যায়। পরবর্তীতে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পায়না।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটি হারিয়ে গিয়েছে বলে একাধিক পোস্ট করা হয়। পরবর্তীতে শিশুর বাবা রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘বাইনতলা ইউনিয়নের দাউদখালী নদী থেকে নিখোঁজ হওয়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদের আত্মত্যাগের ফলে দেশ স্বাধীন হয়েছে: মঈন খান
বাগেরহাট কারাগার থেকে মুক্তি মিলল ৬৪ ভারতীয় জেলের
‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা, রণক্ষেত্র বাগেরহাট
বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত