• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

জেলের জালে মর্টারশেল

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৭
জেলের জালে মর্টারশেল
ছবি : আরটিভি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক জেলের জালে উঠে এসেছে একটি মর্টারশেল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার শিকলবাহা খালের ব্লকপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে এটি সক্রিয় নাকি নিষ্ক্রিয়, তা জানা যাবে বুধবার।

জানা যায়, প্রতিদিনের মতো শিকলবাহা খালে জাল নিয়ে মাছ ধরতে যান স্থানীয় জেলে মাহবুব আলম। মঙ্গলবার বিকেলেও তিনি একইভাবে খালে জাল ফেলেন। ওই সময় জালে টান লাগলে তিনি পানিতে নেমে লোহার বর্জ্য (স্ক্র্যাপ) সদৃশ বস্তু তুলে আনেন।

জেলে মাহবুব আলম সেটি বিক্রি করতে গেলে লোকজন নিতে না চেয়ে পুলিশকে খবর দেন। এ সময় স্থানীয়রা এটি দেখতে ভিড় জমান। পরে পুলিশ গিয়ে এটি ঘিরে রাখেন। সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘জেলের জালে আটকা মর্টারশেলটি ১২০ মিলিমিটারের মতো হবে। এটি পরীক্ষা-নীরিক্ষার জন্য বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। আপাতত আমরা এটি ঘিরে রেখেছি। বুধবার এটি পরীক্ষার পর প্রকৃত অবস্থা বোঝা যাবে।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান আসলাম চৌধুরীর
সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রামে সমন্বয়কের ১০ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ফাঁস, যা জানা গেল