• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

চট্টগ্রামে দুই সন্তানের মাকে হত্যা, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৫, ১০:১৩
ছবি: আরটিভি

চট্টগ্রামের ফটিকছড়িতে আনিকা আক্তার (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ জানুয়ারি) রাতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার সোনা মিয়া হাজীর বাড়ি থেকে আনিকার লাশ উদ্ধার করে পুলিশ।

আনিকা ওই এলাকার নাজিম উদ্দিনের মেয়ে এবং লক্ষ্মীপুর জেলার প্রবাসী মো. মুরাদের স্ত্রী। তার ৪ মাস বয়সী মেয়ে এবং ৬ বছর বয়সী ছেলে রয়েছে। নিহত আনিকা বাপের বাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, রোববার দুপুর থেকে তাদের ঘরের দরজা বন্ধ পেয়ে সবার সন্দেহ হয়। পরে কয়েকজন ঘরে ঢুকে আনিকার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। শরীরের রয়েছে বিভিন্ন স্থানে কোপের চিহ্ন। পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সেসময় ঘরে আনিকার মা ছাড়া কাউকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, মেয়েটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মেয়ে এবং তার মায়ের মানসিক সমস্যা আছে বলে শুনেছি। এ ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হক বলেন, আনিকা ও তার মায়ের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। রোববার একপর্যায়ে তার মা তাকে একাধিক ছুরিকাঘাত করার পর মেয়েটি সেখানেই মারা যায়। এ ঘটনায় মাকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/আরএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে চিন্ময়কাণ্ডে ৬৩ আইনজীবীর জামিন
পুলিশের তানজিল-আকরামকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
গিটারিস্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট