ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ০৩:৫৯ পিএম


loading/img
ছবি : আরটিভি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী মাঠ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) সকালে সীমান্তবর্তী এলাকা থেকে ওই যুবকের রহস্যজনক লাশ উদ্ধার করে পুলিশ। 

দর্শনা থানার সেকেন্ড অফিসার অনুজ কুমার জানান, লোকমুখে খবর পেয়ে দর্শনা সীমান্তের ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে তল্পাশি চালানো হয়। পরে সকাল ৮টার দিকে গ্রামের জহির হোসেনের জমিতে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, উদ্ধার ব্যক্তি দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের এরশাদ আলির ছেলে নাজিম উদ্দীন (৩৮)। 

দর্শনা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. হাবিব বলেন, ‘সীমান্তের জিরো পয়েন্ট থেকে প্রায় দুশ গজ বাংলাদেশের ভেতরে একটি জমিতে পড়ে ছিল ওই মরদেহ।’

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, ‘বাংলাদেশ সীমানায় নাজিমুদ্দিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’ 

বিজ্ঞাপন

মহেষপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি, নিহত ব্যাক্তির বড় ভাইয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, লেবারের কাজে গিয়ে হার্ট এটাকে মারা যায় বলে জানিয়েছে।’

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |