ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

তিন দিন পর বিয়ে, সড়কে প্রাণ গেল হুমায়ুনের

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ , ০২:৫২ পিএম


loading/img
ছবি : আরটিভি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় হুমায়ুন কবির নোমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডুমখালী রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর এলাকার বশির আহমদের ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, আগামী ২০ জানুয়ারি তার বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের তিন দিন আগেই তিনি দুর্ঘটনায় মারা যান। এ নিয়ে এলাকায় ও পরিবারে চলছে মাতম।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদি হাসান বলেন, সকালে কক্সবাজারগামী অজ্ঞাত বাসের ধাক্কায় নোমান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস শনাক্ত করে জব্দের চেষ্টা চলছে।
 
আরটিভি/এএএ/এস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |