ধামরাইয়ে ছাত্রদলের আনন্দ মিছিল
ঢাকা জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হওয়ায় কমিটির নেতাদের স্বাগত জানিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল করেছে ধামরাই থানা ছাত্রদল। ধামরাই থানা ছাত্রদলের নেতৃত্বে পৌর ও ধামরাই কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে মিছিলটি ধামরাই উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ধামরাই বাজার ও পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ধামরাই সরকারি কলেজ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে নতুন কমিটির নেতাদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন ধামরাই থানা ছাত্রদলের শাইখ ইসলাম, মমিনুর রহমান মুবিন, ধামরাই পৌর ছাত্রদলের সোহাগ দেওয়ান বাবু, রিজভী আহমেদ, ধামরাই কলেজ শাখা ছাত্রদলের রিফাত।
এ সময় বক্তারা বলেন, নবগঠিত এই কমিটি ছাত্রদলের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আশা করছি নতুন এই কমিটির মাধ্যমে ঢাকার ছাত্র রাজনীতিতে নতুন গতির সঞ্চার হবে।
আরটিভি/এএএ/এস
মন্তব্য করুন