• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

ঘন কুয়াশায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

কুড়িগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৫, ১৬:২৩
ঘন কুয়াশায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নাগেশ্বরী পৌর এলাকার চড়াইখেলা ব্রিজের পাশে দূরপাল্লার বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা।

নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার মুহুরি (৪০)। তার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকায়। তিনি কুড়িগ্রাম জজকোর্টের মুহুরি ছিলেন।

স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সকালে কুয়াশায় সামান্য দূরের রাস্তাঘাট দেখা যাচ্ছিল না। ঢাকা থেকে ভূরুঙ্গামারী যাচ্ছিল দূরপাল্লার বাস পিংকি-বাচ্চু। এদিকে ভূরুঙ্গামারী থেকে মোটরসাইকেল করে কুড়িগ্রাম জর্জকোর্ট যাচ্ছিলেন মুহুরি আব্দুস সাত্তার। পরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নাগেশ্বরী পৌর এলাকার চড়াইখেলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে। মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটের শরণখোলায় ট্রলিচাপায় চালক নিহত
প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ভারতীয় গৃহবধূ, অতঃপর...
কুড়িগ্রাম কলেজ মাঠ পরিদর্শনে জামায়াত সেক্রেটারি
তাবলীগ জামাতের সংকট নিরসনের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন