• ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১
logo

আফ্রিকান নারীর অনুপ্রবেশ, আটক করলো বিজিবি

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ১১:৪৯
আফ্রিকান নারীর অনুপ্রবেশ, আটক করলো বিজিবি
ছবি: সংগৃহীত

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় এক আফ্রিকান নারীকে আটক করেছে বিজিবি। সোমবার বাংলাদেশ-ভারত সীমান্তের ফেনীর পরশুরাম নিজকালিকাপুর থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীর বিজিবির ৪ ব‍্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

আটক আফ্রিকান নাগরিক ইলমা (২৬) সুদানের কাটাম বারি কান্টি এলাকার বাসিন্দা।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘নিজকালিকাপুর বিওপির টহল দল উপজেলার সীমান্ত পিলার ২১৫৯/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আফ্রিকান নারী নাগরিক ইলমা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করে।’

তিনি আরও বলেন, ‘আটক ইলমার কাছ থেকে তার ব্যবহ্নত একটি ফোন, ১০০ মার্কিন ডলার, ভারতীয় রুপি ও দুটি ব্যাগ জব্দ করা হয়। পরে পরশুরাম থানায় হস্তান্তর করা হয় তাকে।’

পরশুরামের ওই এলাকা থেকে এর আগেও বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের
সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশি আটক
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আফ্রিকান নারী আটক
বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল কেনা হচ্ছে