ঢাকাশুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

আফ্রিকান নারীর অনুপ্রবেশ, আটক করলো বিজিবি

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ , ১১:৪৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় এক আফ্রিকান নারীকে আটক করেছে বিজিবি। সোমবার বাংলাদেশ-ভারত সীমান্তের ফেনীর পরশুরাম নিজকালিকাপুর থেকে তাকে আটক করা হয়। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীর বিজিবির ৪ ব‍্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

আটক আফ্রিকান নাগরিক ইলমা (২৬) সুদানের কাটাম বারি কান্টি এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘নিজকালিকাপুর বিওপির টহল দল উপজেলার সীমান্ত পিলার ২১৫৯/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আফ্রিকান নারী নাগরিক ইলমা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করে।’
 
তিনি আরও বলেন, ‘আটক ইলমার কাছ থেকে তার ব্যবহ্নত একটি ফোন, ১০০ মার্কিন ডলার, ভারতীয় রুপি ও দুটি ব্যাগ জব্দ করা হয়। পরে পরশুরাম থানায় হস্তান্তর করা হয় তাকে।’
 
পরশুরামের ওই এলাকা থেকে এর আগেও বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।  

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |