নতুন বছর ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪ , ০৫:৪৫ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান নতুন বছরের প্রথম দিনই ‘স্বৈরাচারী অঞ্জনা ২০২৫’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের মাঝে। বিষয়টি গায়ক নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

‘আমার জীবন যদি দেশ হয় তার, তুই যে প্রধানমন্ত্রী... অঞ্জনা’―এমন কথায় ‘স্বৈরাচারী অঞ্জনা’ শিরোনামে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন খ্যাতিমান সংগীতজ্ঞ ব্যক্তি মিল্টন খন্দকার। সঙ্গীত আয়োজন করেছেন বিনোদ রায়। এরইমধ্যে এর মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। আগামী ১ জানুয়ারি গায়কের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নতুন গানটি।

প্রতিবার নতুন বছরের প্রথম দিন ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করে আসছেন মনির খান। সেই ধারাবাহিকতায় এবারও নতুন গান নিয়ে ফেরা তার। তবে এবার ব্যতিক্রমী এক অঞ্জনাকে তুলে ধরা হয়েছে নতুন গানটিতে।

বিজ্ঞাপন

 মনির খান বলেন,  এবার একটু ভিন্ন ধারায় অঞ্জনা গান তৈরি করেছি। বর্তমান পরিস্থিতি এবং অঞ্জনার চারিত্রিক বিষয়গুলো মিল রেখেই সৃষ্টি করা হয়েছে এই গানটি। শ্রোতারা তো বরাবরই আমার গান শুনেন, গান শুনে আমাকে ভালোবেসেছেন, হৃদয়ে জায়গা করে দিয়েছেন বলেই আমি আজ এখানে এসেছি। এ কারণেই দীর্ঘদিন ধরে সংগীতের সঙ্গে চলতে পারছি।

এ গায়ক আরও বলেন,আশা করছি এবারের ‘অঞ্জনা’র স্বাদ একদমই ভিন্ন ধাঁচের হবে। এ শিরোনামে তো অনেক গান করেছি। প্রতিটি গানেই নিজের সেরাটা দিয়েছি। তবে এবারের গানটি নিয়ে কিছু না বললেই নয়। এবার শ্রোতাদের কাছে জোর গলায় বলছি এ কারণে যে, এবারের অঞ্জনায় যেমন ব্যতিক্রমী ধাঁচ ও স্বাদ রয়েছে, একইসঙ্গে শ্রোতারা মজা পাবেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৯৬ সালে মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’-এ প্রথমবারের মতো প্রকাশ পায় ‘অঞ্জনা’ শিরোনামের গান। ওই সময় গানটি প্রকাশ হওয়ার পর দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর থেকে প্রায় সব অ্যালবামেই জায়গা করে নিয়েছে ‘অঞ্জনা’ শিরোনামের গান। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউবে যুক্ত হওয়ার পর থেকে এখানেও নিয়মিত এ শিরেনামে গান প্রকাশ করে আসছেন মনির খান।

আরটিভি /এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission