চিরকুট লিখে ট্রেনের সামনে ঝাঁপ দিলেন শিক্ষক
চট্টগ্রামের পটিয়ায় কোচিং সেন্টারের শিক্ষক রাজন দত্ত (৩৭) কক্সবাজারগামী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ধলঘাট রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
রাজন দত্ত ধলঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মিলন দত্তের পুত্র।
জানা যায়, দীর্ঘদিন ধরে ধলঘাট এপেক্স কোচিং সেন্টারে শিক্ষকতা করে আসছিলেন রাজন দত্ত।
শুক্রবার সকালে ঘর থেকে বের হন। সকাল ৮টার দিকে ধলঘাট রেলস্টেশন এলাকায় ট্রেনের সামনে ঝাঁপ দিলে পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি মারা যান।
ধলঘাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জুয়েল নাথ বলেন, তিন ভাইয়ের মধ্যে মেঝ রাজন দত্ত শিক্ষক হিসেবে সুপরিচিত ছিলেন। তার ঘরে ড্রয়ারে রাখা একটি চিরকুট পাওয়া গেছে।
চিরকুটে লেখা ছিল, ‘আমার এই জন্মের সকল উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তাই আমায় এখন এই জীবন ত্যাগ করে চলে যেতে হবে। আমার এই চলে যাওয়াতে কারও হাত নেই। ...অকারণে কাউকে দোষ দেবেন না কিংবা হয়রানি করবেন না’।
পটিয়া রেলস্টেশন মাস্টার রাশেদুল ইসলাম পাভেল বলেন, জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠিয়েছে।
আরটিভি/এএএ/এস
মন্তব্য করুন