• ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১
logo

ফেনীতে রেলস্টেশন মাস্টারকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৩

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৫, ২৩:১০
ফেনীতে রেলস্টেশন মাস্টারকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৩
ছবি : আরটিভি

ফেনীর সোনাগাজী মুহুরী প্রজেক্টে পর্যটন এলাকায় ইমাম উদ্দিন নামে রেলওয়ে স্টেশন মাস্টার ও তার পরিবারকে ছিনতাইয়ের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে সোনাপুর, শাহাপুর এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশিক (৩০), জসিম উদ্দিন (২৮) ও মো. রনি (৩২)।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সোনাগাজীর পর্যটন এলাকা মুহুরী প্রজেক্টে ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন ও তার স্ত্রীকে নিয়ে গত মঙ্গলবার মুহুরী প্রজেক্টের নতুন ব্রিজের পূর্ব পাশে মোটরসাইকেলে ঘুরতে গেলে স্থানীয় চাঁদাবাজ ও ছিনতাইকারী আশিক মিয়াজি (৩০), শাহিন (৪৫), প্রকাশ জলহস্তি, সুমন (৩২) ও মাইন উদ্দিন (৫৮) গ্যংদের কবলে পড়েন। এ সময় স্টেশন মাস্টার ইমামের সঙ্গে থাকা মোবাইল, নগদ টাকা ও মোটরসাইকেল তারা ছিনিয়ে নেয় এবং তার স্ত্রীকে নিয়ে টানাটানি করে। পরে স্টেশন মাস্টার ইমাম দ্রুত স্ত্রীসহ এলাকা ত্যাগ করেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুদিন পর বুধবার ইঞ্জিনিয়ার ইমাম উদ্দিন আশিক, শাহিন, সুমন ও মাইন উদ্দিনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক ১ নম্বর আসামি আশিক মিয়াজিকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন ও মো. রনি নামে আরও ২ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে জুলাই-আগস্টের পর থেকে স্থানীয় এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও দখল বাণিজ্যসহ বহু অভিযোগ রয়েছে। বিশেষ করে পর্যটন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ে তারা নৈরাজ্য সৃষ্টি করেছে। তাদের অত্যাচারে পর্যটন এলাকায় পর্যটকদের আগমন কমে গেছে। গত কয়েক দিন আগেও একইভাবে এক হিন্দু পর্যটকের টাকা-পয়সা ও গলার চেইন ছিনিয়ে নেয়। অনেকে মান সম্মানের ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করতে যান না। তারা পর্যটকদের বিভিন্ন রকম ট্যাগ লাগিয়ে সময় ও জনশূন্য স্থানগুলোতে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, ছিনতাই ও চাঁদাবাজির কারণে ইতোমধ্যে পর্যটকদের আগমন কমে যাওয়ায় আমাদের ব্যবসা বাণিজ্য কমে গেছে। প্রশাসনের প্রতি আমাদের দাবি, এসব সন্ত্রাসী ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ বলেন, ‘পর্যটন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার
চাঁদাবাজির অভিযোগ, তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার
ফেনীতে একসঙ্গে জুমা আদায় করলেন লক্ষাধিক মুসল্লি
ফেনীতে বিড়ালের র‌্যাম্প শো