ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রংপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ , ১০:২৮ পিএম


loading/img

রংপুরের পীরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টায় পীরগঞ্জ উপজেলার জামতলা এলাকায় মহাসড়কের উল্টো পথে এসে আরেকটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

বিজ্ঞাপন

নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার দশ মৌজা পানেয়া জাঙ্গীরাবাদ এলাকার আতোয়ার হোসেনের ছেলে মোজাহিদুল ইসলাম (১৮), ওসমানপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আনিছুর রহমান রানু (৩৫)।

পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ‘বিকেল সাড়ে পাঁচটার দিকে জামতলা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোজাহিদুল মারা যান। গুরুতর আহত অবস্থায় রানুকে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনিও। এ ছাড়া হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন।’ 

৫ ফেব্রুয়ারি মোজাহিদুলের সেনাবাহিনীর চাকরিতে যোগদানের কথা ছিল বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |