ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নওগাঁয় কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৫৩ পিএম


loading/img

নওগাঁর পোরশায় ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সিকান্দার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বিজ্ঞাপন

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানার ওসি শাহীন রেজা।

গ্রেপ্তারকৃত বৃদ্ধ নওগাঁ জেলার মান্দা উপজেলার বর্দ্দপুর গ্রামের মৃত শফিজ উদ্দীর খন্দকারের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, পোরশা উপজেলার নিতপুর বিষ্ণপুর বেড়াচৌকি নামের একটি পুকুর দেখাশোনা করতেন বৃদ্ধ সিকান্দার। তিনি পুকুর দেখাশোনা করতে এসে মাঝে মধ্যে রাত্রী যাপনও করতেন। ঘটনার দিন গত বছরের আগস্ট মাসের ৯ তারিখ বিকেলে ওই কিশোরী তাদের পেঁয়াজ খেত দেখাশোনা করতে যায়। সন্ধ্যায় একা পেয়ে কৌশলে ওই কিশোরীকে পুকুর পাড়ে থাকা একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন বৃদ্ধ সিকান্দার। ঘটনা লোকলজ্জায় কাউকে জানাননি কিশোরী। ৬ মাস পর তার শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তার নানা চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসা শেষে চিকিৎসক জানান, ওই কিশোরী ৬ মাসের গর্ভবতী। পরবর্তীতে ওই কিশোরী তার আত্মীয় স্বজনের নিকট ঘটনা খুলে বলেন। গত শনিবার পোরশা থানায় বাদী হয়ে ওই কিশোরীর নানা ধর্ষণ মামলা করেন। মামলার পর সেদিন রাতে কৌশলে পোরশা এলাকা থেকে বৃদ্ধ সিকান্দারকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

এ ব্যাপারে পোরশা থানার ওসি শাহীন রেজা বলেন, ‘গ্রেপ্তারের পর রোববার সকালে সিকান্দারকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |