রমজান মাসে বেশি চাহিদাপূর্ণ কাঁচা পণ্য, শসা ও লেবু অস্বাভাবিক দামে বিক্রি করার অপরাধে চার ফড়িয়াকে জরিমানা করা হয়েছে। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গঠিত বিশেষ মনিটরিংয়ে অংশ হিসেবে মেহেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।
শনিবার (১ মার্চ) বিকেলে মেহেরপুরের গাংনীর সাপ্তাহিক হাটে অভিযান পরিচালনা করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম জানান, শসা ও লেবু রমজান মাসে উচ্চ চাহিদা সম্পন্ন তাই অসাধু কিছু ব্যক্তি অনৈতিক সুযোগ নেওয়ার অপেক্ষায় থাকেন। শনিবার পাইকারি বাজারে এক কেজি শসা বিক্রি হয়েছে ৪৫ টাকা। ফড়িয়ারা খুচরা পর্যায়ে তা বিক্রি করছিল ১০০ টাকার ওপরে। একইভাবে প্রতি হালি লেবুর বিক্রি হয়েছে ৬০ টাকা।
অতিরিক্ত মুনাফা আদায়কারী চারজন ফড়িয়াকে অভিযুক্ত করে তাদের কাছ থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় তাদেরকে অর্থদণ্ড করা হয়েছে বলে জানান সাজেদুর রহমান।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার বাস্তবায়নকারী সংগঠন ক্যাব মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম, গাংনী শাখার সভাপতি তৌহিদ উদ দ্দৌলা রেজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মুজাহিদুল ইসলামসহ মনিটরিং কমিটির অন্যান্য সদস্যরা।
আরটিভি/এএএ-টি