নরসিংদীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লায় এ ঘটনাটি ঘটে।
শুক্রবার (২১ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
স্থানীয়রা জানান, বিকেল ৬ বছরের এক শিশু রাস্তায় খেলা করছিল। এ সময় বিলাসদী মহল্লার ভাড়াটিয়া মৃত সামসু মিয়ার মেয়ের জামাই কামাল মিয়া (৫৫) শিশুটিকে রাস্তা থেকে জোরপূর্বক একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে কান্না করে সব জানায় বাবা-মাকে।
বাড়ির সবাইকে এ ঘটনা বলার পর থানা পুলিশকে খবর দিলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে আসেন। এতে ভুক্তভোগী ভিকটিম শিশুটিকে উদ্ধার করে জবানবন্দী গ্রহণ করেন। শিশুটিকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
এ বিষয়ে ওসি এমদাদুল হক বলেন, বিলাসদী মহল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ভিকটিমকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এমকে