ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

আলু কিনতে গিয়ে বাগবিতণ্ডা, ক্রেতাকে পিটিয়ে মারলো বিক্রেতা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ০৭:২৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

নড়াইলের লোহাগড়া উপজেলায় আব্দুল্লাহ আল-মামুন (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে লক্ষ্মীপাশা চৌরাস্তার সবজি বিক্রেতা ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহত মামুন ফকির উপজেলার মহিষাপাড়া গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে। অভিযুক্ত ইদ্রিস মিয়া গোপিনাথপুর গ্রামের তাহের শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আব্দুল্লাহ আল মামুন নামে ওই ব্যক্তি আলু কিনতে ইদ্রিস মিয়ার সবজির দোকানে যান। পরে আলুর দাম নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ইদ্রিস মিয়া মামুনের মাথায় গামলা দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে আসামিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |