নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আকবার শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি সাবেক সেনা সদস্য। এ ঘটনায় উভয়পক্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) বিকেলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়।
বিষয়টি নিশ্চিত করেছেন লোনাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান।
নিহত আকবর শেখ লাহুড়িয়া গ্রামের মেকরেত শেখের ছেলে।
স্থানীয়রা জানান, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এতে মনিরুল গ্রুপের আকবর শেখ নামে সাবেক এক সেনাসদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আরটিভি/এমকে/এস