নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে।
সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সোনারগাঁ কেন্দ্রীয় ঈদগাহ (মডেল মসজিদ) ময়দানে, যেখানে হাজারও মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নোয়াগাঁও ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। নোয়াগাঁও ও আশেপাশের এলাকার হাজার হাজার মুসল্লিরা জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চলের মসজিদ ও ঈদগাহ ময়দানে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ উপলক্ষে সোনারগাঁয়ের সর্বস্তরের মানুষ আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করছে।
আরটিভি/এমকে