পটুয়াখালীর মহিপুরে ভোররাতে মোটরসাইকেল চালক সুজন হাওলাদারকে (৫০) কুপিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোর ৪টার দিকে লতাচাপলী ইউনিয়নের পৌরগোঁজা এলাকায় তার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটেছে।
সুজন কুয়াকাটা এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে পর্যটকদের পরিবহন করেন।
জানা গেছে, প্রতিদিনের মতো পর্যটকদের নিয়ে কুয়াকাটার গঙ্গামতিতে সূর্যোদয় দেখাতে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে বাসার সামনের রাস্তায় অতর্কিত হামলার শিকার হন তিনি। দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
পরে পর্যটকরা রাস্তায় পড়ে থাকতে দেখে সুজনের মোবাইল ফোনের ডায়াল নম্বরে কল করে তার পরিবারের সদস্যদের জানান। পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২টায় তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
ঘটনাস্থল থেকে একটি জোড়া জুতো উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে হামলার কারণ এবং দোষীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মহিপুর থানার পুলিশ ওসি (তদন্ত) অনিমেষ হালদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের তদন্ত অব্যাহত আছে।
আরটিভি/এমকে/এস