• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রংপুর প্রতিনিধি

  ২২ জানুয়ারি ২০১৮, ১০:৪৬

রংপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।

রোববার দিনগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ধান গবেষণা ইন্সটিটিউটের সামনে এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত যুবকের নাম রজব আলী (৩৫)। তিনি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার দুর্গাপুরের মৃত মজনু মিয়ার ছেলে।

পুলিশের দাবি, রজব আলী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে গাইবান্ধা, রংপুর ও রাজশাহীর বিভিন্ন থানায় অন্তত ১০টি ডাকাতির মামলা রয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: হালদায় তিন মাসে ১৬ ডলফিনের মৃত্যু
--------------------------------------------------------

অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ জানান, রাতে ধান গবেষণা ইন্সটিটিউট এলাকায় সড়কে সংঘবদ্ধ চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন খবরে পুলিশ অভিযানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতেরা একপর্যায়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ রজব আলীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।

ঘটনাস্থল থেকে পিস্তল, রাম দাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সাইফুর রহমান আরও জানান, রজব আলী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে রংপুরের পীরগঞ্জ, গাইবান্ধার পলাশবাড়ি ও রাজশাহীর পুঠিয়া থানায় ডাকাতির ১০টি মামলা রয়েছে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
ভারতে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩