• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

ধামরাইয়ে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

সাভার প্রতিনিধি

  ২২ জানুয়ারি ২০১৮, ১২:১৮

সাভারের ধামরাইয়ে এক চালককে পিটিয়ে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

নিহতের নাম বকুল মিয়া (৩০)। তিনি নীলফামারী জেলার ডিমলা থানার গাওতারা পাটিয়াপাড়া গ্রামের মৃত গফুর উদ্দিনের ছেলে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ফেরি চলাচল শুরু
--------------------------------------------------------

পুলিশ জানায়, ওই অটোরিকশা চালক ভাড়ায় রিকশা চালাত। ভোর রাতে ছিনতাইকারীরা তার অটোরিকশা ভাড়া করে। পরে দুর্বৃত্তরা তাকে কালামপুর ব্রিজের নিচে নিয়ে পিটিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। পরে সকালে স্থানীয়রা তার মরদেহ দেখে ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ওই অটোরিকশা চালকের সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ওই অটোরিকশা চালক স্ত্রী সন্তান নিয়ে ধামরাইয়ের কালামপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু আরটিভি অনলাইনকে জানান, এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাওনা টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১ 
সাভারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা, সেই নারী আটক
সাভারে টেক্সটাইল কারখানায় আগুন