ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ঝালকাঠিতে খালে গোসল করতে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ  

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০৭:৫৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

ঝালকাঠি শহরের একটি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহাদী নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল সংলগ্ন গুরুদাম খালে তার মৃত্যু হয়। 

মারা যাওয়া মাহাদী শহরের এবায়দুল্লাহ জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় একটি হেফজ মদরাসার শিক্ষার্থী ছিল। 

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, বন্ধুদের সঙ্গে আজ ‍দুপুরে গুরুদাম খালে গোসল করতে নামে মাহাদী। তাকে ডুবে যেতে দেখে স্থানীয় কয়েকজন যুবক খালে নামেন। তাকে উদ্ধারের চেষ্টা করে ওই যুবকরা ব্যর্থ হন। ঘটনার দুই ঘণ্টা পর মাহাদীর মৃতদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

পুলিশ জানায়, মাহাদী দুপুর ১ টার দিকে তিন-চার বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার অভিযানে নামে। পরে স্থানীয়দের সহায়তায় মাহাদীর মৃতদেহ উদ্ধার হয়।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক মিলন মল্লিক বলেন, বন্ধুদের সঙ্গে খালে গোসলে নেমে নিখোঁজ হয় মাহাদী। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন


আরটিভি/এএএ


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |