ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ভোলায় ফার্নিচারের গোডাউন পুড়ে ছাই

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ০৪:৩১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভোলায় আল মদিনা নামের একটি ফার্নিচার দোকানের গোডাউন আগুনে পুড়ে গেছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১১ এপ্রিল) ভোরে ভোলা জেলা শহরের যুগীরগোল ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ফারুক হোসেন হাওলাদার।

বিজ্ঞাপন

জানা যায়, শুক্রবার ভোররাতে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা মসজিদে যাওয়ার সময় ব্যবসায়ী মো. রিপনের আল মদিনা মদিনা ফার্নিচারের টিনশেড গোডাউনে আগুন দেখতে পান। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে তিনটি ইউনিট এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভোলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ফারুক হোসেন হাওলাদার বলেন, স্থানীয়রা আল মদিনা ফার্নিচার দোকানের গোডাউনে আগুন দেখতে পেয়ে আমাদের জানালে তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। 

তিনি আরও বলেন, বৈদ্যুতিক তারের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |