ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

পাবনা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০৮:১১ এএম


loading/img
ছবি: আরটিভি

পাবনার সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে দেলোয়ার হোসাইন (৩৮) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝড়ে হেলে যাওয়া টিনের ঘর ঠিক করতে গেলে সেখানে টিনের সঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে গেলে বিদ্যুতায়িত হয়ে ‍তিনি মারা যান। 

তিনি পৌরসভাধীন হেংগুয়া গ্রামের রইজ উদ্দিনের ছেলে এবং কাশিনাথপুর বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের গণিত বিভাগের শিক্ষক ছিলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |