সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দার মারা গেছেন

আরটিভি নিউজ

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৮:৩২ এএম


সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দার মারা গেছেন
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন সোলায়মান হক। ঢাকার এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে ছিলেন। সেখানে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি মারা যান।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান বলেন, শনিবার (১৪ জুন) বেলা ১১টায় চুয়াডাঙ্গার ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে ছেলুন জোয়ার্দ্দারকে জান্নাতুল মওলা কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।

এর আগে, গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছেলুন জোয়ার্দ্দার সপরিবারে আত্মগোপনে চলে যান। সে সময় তার বাড়িঘর ভাঙচুর করা হয়। আত্মগোপনে চলে যাওয়ার পর থেকে তিনি কোথায় ছিলেন, তা কেউ বলতে পারেননি।

প্রসঙ্গত, সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি হন। এ ছাড়া ২০১৪ সালের নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission