ঢাকাশনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

১২ দিনের ভাগনে হত্যার অভিযোগে মামি গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি

সোমবার, ২৫ জুন ২০১৮ , ০৯:৪২ পিএম


loading/img

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সামিউল আলম নামে ১২ দিনের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মামি নীলুফা বেগমের (২৪) বিরুদ্ধে। পরিকল্পিতভাবে ওই শিশুকে পুকুরের পানিতে ফেলে হত্যার অভিযোগে মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ ক্লাবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ক্লাবগঞ্জ এলাকার শাহিদা আক্তারের বিয়ে হয় নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম মাঝপাড়া এলাকার মনোয়ার হোসেনের সাথে। গত এক মাস আগে সন্তান সম্ভবা শাহিদা তার প্রথম সন্তান প্রসবের জন্য তার বাবার বাড়িতে আসেন।  গত ১৪ জুন বাবার বাড়িতে তিনি একটি ছেলে সন্তান জন্ম দেন। ছেলের নাম রাখেন সামিউল আলম। সন্তান প্রসবের জন্য বাবার বাড়িতে আসার পর থেকেই শাহিদার সাথে তার বড় ভাই আব্দুস সামাদের স্ত্রী নীলুফা বেগমের সাথে ছোট খাটো বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। সন্তান প্রসবের পর তাদের মধ্যে ঝগড়া আরও বেড়ে যায়। সোমবার সকালে নীলুফা তার ১২ দিনের ভাগনেকে কোলে নিয়ে এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে ওই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় সোমবার বিকেলে নিহত শিশুটির মা বাদি হয়ে নীলুফা বেগমকে আসামি করে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ নীলুফা বেগমকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ আলম বলেন, ওই শিশুকে তার মামি নীলুফা বেগম পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং তার কাছ থেকে সঠিক ঘটনা জানার চেষ্টা করছি।

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |