ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

চামড়া পাচাররোধে হিলি সীমান্তে কড়া নজরদারি

হিলি প্রতিনিধি

মঙ্গলবার, ১৩ আগস্ট ২০১৯ , ০১:৪২ পিএম


loading/img

কুরবানির পশুর চামড়া অবৈধপথে ভারতে পাচাররোধে হিলিসীমান্তসহ  আশপাশের সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বিজ্ঞাপন

সেইসঙ্গে সীমান্ত এলাকার চামড়া পট্রিগুলোতে যাতে ব্যবসায়ীরা চামড়া মজুদ না করতে পারে সেদিকে নজরদারি রেখেছে পুলিশ।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক আরটিভি অনলাইনকে জানান, কুরবানির  ঈদ এলেই এক শ্রেণির চোরাকারবারি অধিক মুনাফার আশায় ভারতে অবৈধভাবে চামড়া পাচারে তৎপর হয়ে ওঠে। সীমান্ত দিয়ে যাতে কোনোভাবে চোরাকারবারিরা ভারতে চামড়া পাচার করতে না পারে সেজন্য সীমান্ত এলাকাগুলোতে বিজিবি সদস্যদের বাড়তি সতর্কতায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে সীমান্ত এলাকাগুলোতে ভারতে পাচারের উদ্দেশে কেউ যাতে  কুরবানির পশুর চামরা মজুদ করতে না পারে  সেজন্য বিজিবির পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও বাড়ানো হয়েছে নজরদারি।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |