ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

৬০ লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯ , ০৩:৫৪ পিএম


loading/img
ফাইল ছবি

ভারত থেকে অবৈধ পথে আনার সময় সাতক্ষীরার লক্ষ্মীদাড়ী সীমান্তে বিজিবি চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যার বাংলাদেশি মূল্য ৬০ লাখ টাকা বলে জানিয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাড়ী সীমান্ত থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। তবে, এ সময় বিজিবি কোনও চোরাকারবারীকে আটক করতে পারেনি।

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধপথে সাতক্ষীরার লক্ষ্মীদাড়ী সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে মেইন পিলার-৩ ও সাব পিলার-৩ এ কাছাকাছি এলাকা থেকে একটি শপিং ব্যাগ ভর্তি ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে।  এ সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি বিজিবি।

বিজ্ঞাপন

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবাগুলোর বাংলাদেশি মূল্য ৬০ লাখ টাকা।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |